মায়েলোমেনিঙ্গোসিল (Myelomeningocele) রোগ কি প্রতিরোধ সম্ভব?

একদিন একটি চার দিনের বাচ্চার কোমড়ের টিউমার ফেটে গিয়ে পানি পড়তে থাকা অবস্থায় আমার কাছে নিয়ে আসে। যখনি শিশুর এমন সমস্যা হয় তখন সাথে অপারেশন করলে বাচ্চা ব্রেইনে ইনফেকশনের হাত থেকে বেঁচে যায়। সাধারনত এমন ফোলা থলে ফেটে গেলে ৩৬ ঘন্টার মধ্যে অপারেশন করালে ভালো ফল পাওয়া যায়। এই রোগকে মায়েলোমেনিনঙ্গোসিল বলে। এই রোগ নিউরাল টিউব ডিফেক্টের কারণে হয়।

পরিকল্পিত গর্ভধারণের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব ।

সাধারণত ফলিক এসিডের অভাবে,ফোলেট আন্টাগনিস্ট ঔষধ সেবনে , এমটিএইচএফআর জিন পলিমরফিজমে, গর্ভকালীন প্রথম তিন মাস গরম পানিতে গোসল করলে,জ্বরহলে, মা কোকেইন সেবন করলে, মায়ের ওজন অনেক বেশি হলে এবং মায়ের ডায়াবেটিস থাকলে এই রোগ হতে পারে।

জরুরী চিকিৎসা না করালে ৭০%-৮৬% বাচ্চা মারা যায়।

পরিকল্পিত গর্ভধারণ- বাচ্চা নেবার ০৩ মাস পূর্বে থেকে ফলিকএসিড খাওয়া, ক্ষতিকর ঔষধ বন্ধ করা ও গরম পানিতে গোসল না করলে এই রোগ কিছুটা হলেও প্রতিরোধ সম্ভব।

Click to Chat
Scroll to Top