ময়াময়া (Moyamoya) রোগ কি এবং এই রোগের উপসর্গ কি কি?

  • কি?
    • সময়ের সাথে সাথে যদি ব্রেনের একটি বা দুইটি বড় রক্তনালী (ICA)এবং তাদের প্রধান শাখা গুলি বন্ধ হয়ে যায় এবং এর ফলে ব্রেনের নিম্নভাগে ছোট ছোট অনেক চিকন রক্তনালী তৈরি হয় যেগুলো ব্রেইন কে পর্যাপ্ত পরিমাণ রক্ত সরবরাহ করতে পারেনা ফলে নানা উপসর্গ তৈরি হয় এই রোগকে ময়াময়া বলে
  • রোগীর উপসর্গ কি কি?
    • হঠাৎ শরীরের কোন পাশ দুর্বল হয়ে যাওয়া, মুখ বেঁকে যাওয়া, কথা বন্ধ হয়ে যাওয়া কিছু সময় পর ভালো হয়ে যাওয়া
    • উপরের লক্ষণগুলো স্থায়ী ভাবে থাকা
    • খিঁচুনি হওয়া
    • মাথা ব্যথা
    • শরীরের কোন অংশ অবস হয়ে যাওয়া, ঝিনঝিন করা
    • হাতপা এলোমেলোভাবে ছোড়া
    • হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া
    • হঠাৎ চোখে না দেখা
Click to Chat
Scroll to Top