Skip to content
কি ? সাধারণত সবার মাথায় কিছু পরিমাণ পানি থাকে যা ব্রেইনকে পুষ্টি সরবরাহ করে ও অন্যান্য কাজ করে । কোন কারণে পানির পরিমাণ স্বাভাবিকের থেকে বেশি হলে যে রোগের সৃষ্টি হয় তাকে হাইড্রোকেফালাস বলে । সাধারণত প্রতিদিন ৪০০ – ৫০০ মিলি পানি ব্রেইনে তৈরি হয় । অধিকাংশ পানি আবার বিভিন্ন পথে প্রবাহিত হয়ে রক্তে শোষিত হয়ে , বাচ্চাদের ক্ষেত্রে ৬৫ – ১৪০ মিলি পানি ব্রেইনে থাকে আর বড়দের ক্ষেত্রে ৯০ – ১৫০ মিলি পানি ব্রেইনে থাকে । কোন কারণে পানি তৈরি , প্রবাহ বা শোষণে তারতম্য হলে এই রোগের উদ্ভব হয় ।
অর্থাৎ বেশি পানি তৈরি হলে কিন্তু স্বাভাবিক ভাবে শোষিত হলে , স্বাভাবিক পানি তৈরি হলে কিন্তু কম শোষিত হলে বা স্বাভাবিক পানি তৈরি হলে কিন্তু পানি প্রবাহে বাঁধার সৃষ্টি হলে ।
কেন হয় ? স্বাভাবিক পানি তৈরি হলে কিন্তু কম শোষিত হলে Intraventricular haemorrhage
পানি প্রবাহে বাঁধার সৃষ্টি হলে
Post navigation