মায়েলোমেনিঙ্গোসিল (Myelomeningocele) কি এবং কেন হয়?

  • কি?
    • এটা শিশুদের জন্মগত রোগ জন্মগতভাবে শিশুদের মেরুদণ্ডের কিছু অংশ তৈরি হয়না , ফলে সেই অংশ দিয়ে স্পাইনাল কর্ড বের হয়ে আসে মেরুদণ্ডের পিছনে ফোলা টিউমারের মধ্যে থাকে এর ফলে বিভিন্ন উপসর্গ তৈরি হয়  এটা নিউরাল টিউব ডিফেক্ট সাধারণত প্রাইমারী নিউরলেশন ফেইলরে এটা হয়
  • কেন হয়?
    • ফলিক এসিডের অভাবে
    • ফোলেট আন্টাগনিস্ট ঔষধে
    • এমটিএইচএফআর জিন পলিমরফিজমে
    • ভেলপ্রোইক ঔষধে
    • গর্ভকালীন প্রথম তিন মাস গরম পানিতে গোসল করলে,জ্বর হলে
    • মা কোকেইন সেবন করলে
    • মায়ের ওজন অনেক বেশি হলে
Click to Chat
Scroll to Top