মায়েলোমেনিঙ্গোসিল (Myelomeningocele) রোগের অপারেশন কোথায় করাবেন?

  • জরুরী চিকিৎসা করার সুবিধা কি?
    • ৮৫% শিশু বেঁচে যায়।
    • ৭০-৭৫% রোগীর স্বাভাবিক বুদ্ধির বিকাশ হয়
    • ৮২% রোগী নিজে নিজে তার দৈনন্দিন কর্মকাণ্ড করতে পারে
  • চিকিৎসা কি?
    • অপারেশন
  • কেন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে মায়েলোমেনিঙ্গোসিল (Myelomeningocele) রোগের অপারেশন করাবেন?
    • একজন শিশু নিউরোসার্জনই / পেডিয়াট্রিক নিউরোসার্জনই এই রোগের চিকিৎসা সুচারু ভাবে করতে পারে।
    • একজন শিশু নিউরোসার্জন / পেডিয়াট্রিক নিউরোসার্জন এই বিষয়ে দক্ষ, অভিজ্ঞ ও সমসাময়িক জ্ঞানের অধিকারী। 
    • বাংলাদেশর প্রেক্ষাপটে অনেকেই অনেক রোগের চিকিৎসা করে থাকে। সঠিক চিকিৎসকের কাছে যদি সঠিক রোগের চিকিৎসা নেয়া যায় তবে যেমন সুস্থতা নিশ্চিত হয় তেমনি অনাকাঙ্ক্ষিত হয়রানি থাকে মুক্তি পাওয়া যায়।
    • একটি শিশু আগামী দিনের ভবিষ্যৎ। একটি শিশুর চিকিৎসা সঠিক ভাবে হলে ভবিষ্যতে সে সুস্থ ও  স্বাভাবিক বেড়ে উঠার সম্ভাবনা থাকে।
    • অনেকেই বিভিন্ন প্রলোভনে পড়ে শিশু নিউরোসার্জারির চিকিৎসা , পেডিয়াট্রিক নিউরোসার্জন ছাড়া অন্য কোন সার্জনের মাধ্যমে করিয়ে থাকেন। ফলে কিছু ক্ষেত্রে সফলতা পাওয়া গেলেও অধিকাংশ ক্ষেত্রে সফলতা পাওয়া যায়না । ফলে শিশুর অনাগত ভবিষ্যৎ হুমকির মুখে পড়ে।
    • সুতরাং শিশুদের নিউরোসার্জারির জন্য (ব্রেইন, নার্ভ ও স্পাইন সার্জারির জন্য) একজন শিশু নিউরোসার্জনই / পেডিয়াট্রিক নিউরোসার্জনই সঠিক চিকিৎসক। এই বিষয়ে উনার দক্ষতাই সর্বোচ্চ বলে ধরা হয়।
  • কয়েকটি কারণে আপনার শিশুর মায়েলোমেনিঙ্গোসিল (Myelomeningocele) রোগের অপারেশন বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে করাবেনঃ–
    • অভিজ্ঞ পেডিয়াট্রিক নিউরোসার্জন
      • দেশের একমাত্র ও স্বনামধন্য ব্রেইন, নার্ভ, স্ট্রোক ও স্পাইনের হাসপাতাল নিউরোসায়েন্স হাসপাতালের পেডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগের অভিজ্ঞ সহকারী অধ্যাপকের মাধ্যমে অপারেশন ও অপারেশন  পরবর্তী সংশ্লিষ্ট রোগের জন্য আজীবন ফ্রি পরামর্শ
    • সেবাস্বাস্থ্য খাতে প্রথম ই এম আই সেবা
      • মায়েলোমেনিঙ্গোসিল (Myelomeningocele) রোগের অপারেশন চিকিৎসা অনেক ব্যয়বহুল
      • অনেক সময় আর্থিক সীমাবদ্ধতার কারণে সঠিক সময়ে এই চিকিৎসাসেবা গ্রহন করা যায়নাফলে সঠিক সময়ে রোগী ভর্তি করে চিকিৎসা করানোর কারণে যে ক্ষতি হয় তা পরবর্তী সময়ে চিকিৎসার মাধ্যমে পুনরুদ্ধার করা কঠিন হয় এমনকি অসম্ভব হয়ে যায়।
      • আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎসুতরাং সঠিক সময়ে শিশুর চিকিৎসা না করার ফলে শিশুর পরিপূর্ণ সুস্থতা যেমন নিশ্চিত হয়না , জাতির ভবিষ্যতও তেমনি হুমকির মুখে পরে।
      • এই চিন্তা থেকেই স্বাস্থ্য খাতে প্রথম ই এম আই সেবা নিয়ে এসেছে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার
      • এক্ষেত্রে আপনি অল্প কিছু অর্থ পরিশোধের পর ই এম আই এর মাধ্যমে সঠিক রোগের চিকিৎসা সঠিক সময়ে নিতে পারবেন।
      • ফলে আপনার শিশুর পরিপূর্ণ সুস্থতার সম্ভাবনা বেড়ে যাবে।
    • অপারেশন পূর্ববর্তী ফ্রি অনলাইন স্বাস্থ্য সেবা
      • দেশে পেডিয়াট্রিক নিউরোসার্জনের সংখ্যা অনেক সীমিত এই সীমিত পেডিয়াট্রিক নিউরোসার্জনের দ্বারা সমগ্র জাতির চিকিৎসা সেবা নিশ্চিত করা প্রায় অসম্ভ
      • মমায়েলোমেনিঙ্গোসিল (Myelomeningocele) রোগের অপারেশনের উপযুক্ত সময় কখন সে বিষয়েও পরামর্শ সেবা প্রদান করা সম্ভব
      • এছাড়া দেশ ডিজিটাল হবার কারণে দেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইন সেবা গ্রহণ করা সম্ভব
      • তাই দেশের যেকোনো মানুষের কাছে পেডিয়াট্রিক নিউরোসার্জারির সঠিক সেবা প্রদানের লক্ষ্যে এই উদ্যোগ
    • অপারেশন পরবর্তী মায়েলোমেনিঙ্গোসিল (Myelomeningocele) রোগের জন্য আজীবন ফ্রি পরামর্শ সেবা
      • বাচ্চার অপারেশনের পর আবার ছোটখাটো কোন বিষয়ে পরামর্শ সেবার প্রয়োজন হয়
      • আবার বাচ্চার অপারেশনের পর ফলোআপ সেবার প্রয়োজন হয়
      • আবার বাচ্চার অন্য অসুখের জন্য অন্য ডাক্তার কোন ঔষধ দিলে অপারেশনের পর দেওয়া ঔষধের সাথে খাওয়ানো যাবে কিনা জানার প্রয়োজন হয়
      • কিছু ছোটখাটো বিষয়ে  অনলাইনেই পরামর্শ সেবা প্রদান করা যায়
      • আবার প্রয়োজন হলে অফলাইনে দেখা হয়
      • অপারেশন পরবর্তী এই অনলাইন ও অফলাইন সেবা সম্পূর্ণ ফ্রি প্রদান করা হয়
    • বাংলাদশের প্রথম ও একমাত্র পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার
      • বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার একমাত্র সেন্টার যা বেসরকারিভাবে জন্ম থেকে ১৮ বছর বয়সী রোগীদের ব্রেইন, নার্ভ, স্ট্রোক ও স্পাইন রোগের চিকিৎসা প্রদান করে থাকে।সরকারিভাবে দুই একটি হাসপাতাল এই রোগের চিকিৎসা প্রদান করলেও বিছানার স্বল্পতার কারণে অনেক সময় সঠিক সময়ে রোগী ভর্তি করে চিকিৎসা করানো সম্ভব হয়না।
      • এই দীর্ঘসুত্রিতার কারণে সঠিক সময়ে রোগী ভর্তি করে চিকিৎসা করানো সম্ভব হয়না। ফলে যে ক্ষতি হয় তা পরবর্তী সময়ে চিকিৎসার মাধ্যমে পুনরুদ্ধার করা কঠিন হয় এমনকি অসম্ভব হয়ে যায়।
      • তাই সুচিকিৎসার মাধ্যমে আমাদের আগামী প্রজন্মকে সুন্দর জীবন উপহার দেবার লক্ষ্যে এবং সুচিকিৎসায় সুন্দর আগামী এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারের পথচলা।
Click to Chat
Scroll to Top