Skip to content
- মায়েলোমেনিঙ্গোসিল রোগীর উপসর্গ কি কি?
- কোমড়ে / মেরুদণ্ডে ফোলা টিউমার থাকে
- অনেক সময় ফেটে গিয়ে পানি ঝরতে পারে
- মায়েলোমেনিঙ্গোসিল রোগের সাথে আর কি কি রোগ থাকতে পারে ?
- হাইড্রোকেফালাস বা মাথায় পানি জমতে পারে
- কিয়ারি ম্যালফরমেশন বা ব্রেইন নিচে নেমে যাওয়া
- ক্লাব ফুট বা পা বাঁকা থাকা
- টেথারড কর্ড বা স্নায়ু রজ্জু আটকে থাকা
- চিকিৎসা না করালে কি হতে পারে?
- হাইড্রোকেফালাস বা মাথায় পানি জমে মাথা বড় হতে পারে
- কিয়ারি ম্যালফরমেশন বা ব্রেইন নিচে নেমে যাওয়া নানা উপসর্গ দেখা দিতে পারে এমনকি মৃত্যু ঝুকি তৈরি হয়।
- ক্লাব ফুট বা পা বাঁকা থাকা আরও বেশি বাড়তে পারে
- টেথারড কর্ড বা স্নায়ু রজ্জু আটকে থেকে বাচ্চার ইস্কলিওসিস হতে পারে