ক্রেনিওসাইনোসটোসিস (Craniosynostosis) রোগের চিকিৎসা বাংলাদেশেই সম্ভব।

  • কি?
    • বাচ্চাদের মাথার হাড়গুলোর মাঝে হাল্কা ফাঁকা থাকে বা ঢিলাভাবে আটকানো থাকে যাতে বাচ্চার ব্রেইনের বিকাশের জন্য যথেষ্ট জায়গা পায় বাচ্চার ব্রেইনের বিকাশ হলে একটা নির্দিষ্ট সময় পর হাড়গুলো জোড়া লেগে যায় কিন্তু  কোন কারনে যদি ব্রেইনের বিকাশের আগে হাড়গুলো জোড়া লেগে যায় তখন ব্রেইনের বিকাশের জন্য যথেষ্ট জায়গা পায় না ফলে ব্রেনের উপর চাপ সৃষ্টি হয়ে নানা উপসর্গ তৈরি করে এই রোগ কে ক্রেনিওসাইনোসটোসিস বলে ছবি তে দেখা যাচ্ছে স্বাভাবিক মাথার হাড় ও ক্রেনিওসাইনোসটোসিসের ফলে জোড়া লাগা হাড়
  • কেন হয়?
    • প্রাথমিক ক্রেনিওসাইনোসটোসিস বিক্ষিপ্ত ভাবে হতে পারে সাধারণত গর্ভকালীন সমস্যার জন্য হয়
    • দ্বিতীয় পর্যায়ভুক্ত ক্রেনিওসাইনোসটোসিস বিভিন্ন কারনে হয়। যেমন-
      • মেটাবলিকঃ
        • Rickets
        • Hyperthyroidism  
      • কিছু ঔষধের কারনেঃ
        • Phenytoin
        • Valproate
        • Methotrexate
      • রক্ত রোগের কারণেঃ
        • Sickle cell    
        • Thalassemia  
      • গঠনগত কারনে ব্রেনের বিকাশ না হলেঃ
        • Microcephaly
        • Lissencephaly
        • MicropolygyriaMetabolic
      • Hematologic syndromes to teratogens Such as valproic acid and retinoic acid. 
      • মা ধূমপান করলে।
      • বাবার বয়স বেশি হলে
  • কি কি প্রকারভেদ আছে ?
    • Sagittal craniosynostosis- মাথার মাঝামাঝি দুইটা হাড় জোড়া লাগলে
      • মাথা নৌকার মত লম্বা হয়
      • 53 to 60%
      • Male-to-Female ratio of 2:1.
    • Coronal synostosis-
      • মাথা সামনের দিকে চ্যাপটা হয়
      • 17 to 29%
    • Metopic synostosis
      • কপাল ছুঁচালো হয়
      • 4 to 10%
    • Lambdoid synostosis
      •  মাথা পিছনের দিকে চ্যাপটা হয়
      • 2% of cases.
    • Syndromic craniosynostosis,
      • 5% of all cases
  • রোগীর উপসর্গ কি কি?
    • মাথার আকৃতিতে পরিবর্তন
    • মাথায় অতিরিক্ত চাপের ফলে মাথা ব্যথা, বমি খিঁচুনি হতে পারে
    • ব্রেইনে রক্ত চলাচল কম হতে পারে
    • বুদ্ধির বিকাশ কম হতে পারে
  • চিকিৎসা কিভাবে করা হয়?
    • অপারেশন
    • সাধারণত স্ট্রিপ ক্রানিএক্টোমি করা হয়
  • চিকিৎসা না করালে কি হতে পারে?
    • মাথায় অতিরিক্ত চাপের ফলে মাথা ব্যথা, বমি ও খিঁচুনি হতে পারে
    • ব্রেইনে রক্ত চলাচল কম হতে পারে
    • বুদ্ধির বিকাশ কম হতে পারে।
Click to Chat
Scroll to Top