ওক্সিপিটাল এনকেফালোসিল (Occipital Encephalocele) রোগের চিকিৎসা

  • চিকিৎসা কিভাবে করা হয়?
    • অপারেশনের মাধ্যমে
  • চিকিৎসা না করালে কি হতে পারে?
    • ৮৩% শারীরিক   মানসিকভাবে বেড়ে উঠেনা
    • মাথায় পানি জমে মাথা বড় হয়ে যেতে পারে
    • ফেটে যেতে পারে  
    • ফোলা অংশে ঘা হয়ে ইনফেকশন হতে পারে
    • মাথার পানি ঝরে পরতে পারে
  • জরুরী চিকিৎসা করার সুবিধা কি?
    • ৫৩% শারীরিক ও  মানসিকভাবে স্বাভাবিক হয়
    • ২৮% শিশুর স্বাভাবিক বুদ্ধির বিকাশ ঘটে
  • কোন চিকিৎসা পদ্ধতি কাদের জন্য?
    • ছোট হলেঃ
      • Excision & Repair
    • বড় হলেঃ
      • Expansion Cranioplasties বা
      • Tantalum Mesh Technique -to accommodate large amounts of herniated neural tissue
  • হাইড্রোকেফালাস হলেঃ
    • ভিপি শান্ট
  • কেন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে চিকিৎসা  করাবেন?
    • একজন শিশু নিউরোসার্জনই / পেডিয়াট্রিক নিউরোসার্জনই এই রোগের চিকিৎসা সুচারু ভাবে করতে পারে।
    • বাংলাদেশর প্রেক্ষাপটে অনেকেই অনেক রোগের চিকিৎসা করে থাকে।
    • সঠিক চিকিৎসকের কাছে যদি সঠিক রোগের চিকিৎসা নেয়া যায় তবে যেমন সুস্থতা নিশ্চিত হয় তেমনি অনাকাঙ্ক্ষিত হয়রানি থাকে মুক্তি পাওয়া যায়।
    • সুতরাং শিশুদের নিউরোসার্জারির জন্য (ব্রেইন, নার্ভ ও স্পাইন সার্জারির জন্য) একজন শিশু নিউরোসার্জনই / পেডিয়াট্রিক নিউরোসার্জনই সঠিক চিকিৎসক। এই বিষয়ে উনার দক্ষতাই সর্বোচ্চ বলে ধরা হয়।
  • কোথায় করাবেন শিশু/ পেডিয়াট্রিক নিউরোসার্জারির চিকিৎসা?
    • বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার একমাত্র সেন্টার যা বেসরকারিভাবে জন্ম থেকে ১৮ বছর বয়সী রোগীদের ব্রেইন, নার্ভ, স্ট্রোক ও স্পাইন রোগের চিকিৎসা প্রদান করে থাকে।
    • সরকারিভাবে দুই একটি হাসপাতাল এই রোগের চিকিৎসা প্রদান করলেও বিছানার স্বল্পতার কারণে অনেক সময় সঠিক সময়ে রোগী ভর্তি করে চিকিৎসা করানো সম্ভব হয়না।
    • এই দীর্ঘসুত্রিতার কারণে সঠিক সময়ে রোগী ভর্তি করে চিকিৎসা করানো সম্ভব হয়না। ফলে যে ক্ষতি হয় তা পরবর্তী সময়ে চিকিৎসার মাধ্যমে পুনরুদ্ধার করা কঠিন হয় এমনকি অসম্ভব হয়ে যায়।
    • তাই সুচিকিৎসার মাধ্যমে আমাদের আগামী প্রজন্মকে সুন্দর জীবন উপহার দেবার লক্ষ্যে এবং সুচিকিৎসায় সুন্দর আগামী এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারের পথচলা।
Click to Chat
Scroll to Top