ওক্সিপিটাল এনকেফালোসিল (Occipital Encephalocele) রোগ কেন হয়?

  • কি?
    • এটাকে কেফালোসিল বলে অনেক সময় মাথার হাড়ের কিছু অংশ তৈরি হয়না ফলে হাড়ের ফাঁকা অংশ দিয়ে ব্রেইন ব্রেইনের আবরণ বাইরে বের হয়ে এসে একটি টিউমারের মত তৈরি করে এটা যদি মাথার পিছন দিয়ে বের হয় তবে তাকে ওক্সিপিটাল এনকেফালোসিল বলে
  • কেন হয়?
    • সঠিক কারন এখন পর্যন্ত জানা যায়নি তবে ধারণা করা হয়
      • মায়ের ফাইব্রেট লেভেল কম থাকলে
      • গর্ভাবস্তায় ভিটামিন খেলে
      • আর্সেনিকের বিষক্রিয়া হলে
  • রোগীর উপসর্গ কি কি?
    • উপসর্গ টিউমারের আকার এর ভিতর কি কি আছে তার উপর
    • আকারে ছোট হলে তেমন উপসর্গ নাও থাকতে পারে
    • টিউমার আকারে বড় হলে বিভিন্ন নিউরলজিকাল উপসর্গ নিয়ে আসে যেমন
      • ক্রেনিয়াল নার্ভ প্যালসি
      • বাচ্চার খাবার টেনে খেতে অসুবিধা
      • হাত পা শক্ত হয়ে যাওয়া
      • চোখে দেখতে না পাওয়া
      • শিশুর শারীরিক মানসিক বিকাশ না হওয়া
      • মাথা বড় হয়ে যাওয়া
      • এছাড়া বিভিন্ন জন্মগত সমস্যা নিয়ে আসতে পারে
Click to Chat
Scroll to Top