লাইপোমায়েলোমেনিঙ্গোসিল (Lipomyelomeningocele)

  • কি?
    • এটা শিশুদের জন্মগত রোগ। জন্মগতভাবে শিশুদের মেরুদণ্ডের কিছু অংশ তৈরি হয়না , ফলে সেই অংশ দিয়ে স্পাইনাল কর্ড বের হয়ে আসে মেরুদণ্ডের পিছনে ফোলা চর্বির টিউমারের মধ্যে থাকে। এর ফলে বিভিন্ন উপসর্গ তৈরি হয়।  এটা নিউরাল টিউব ডিফেক্ট । সাধারণত প্রাইমারী ও সেকেন্ডারি নিউরলেশন ফেইলরে এটা হয়।
  •  লাইপোমায়েলোমেনিঙ্গোসিল রোগীর উপসর্গ কি কি?
    • কোমড়ে / মেরুদণ্ডে ফোলা টিউমার থাকে
    • প্রস্রাব ঝরে পরতে পারে
    • পায়ের শক্তি কম থাকে
    • পায়ে ব্যথা থাকতে পারে
    • পা বাঁকা থাকতে পারে
  • লাইপোমায়েলোমেনিঙ্গোসিল রোগের সাথে আর কি কি রোগ থাকতে পারে ?
    • ক্লাব ফুট বা পা বাঁকা থাকা
    • টেথারড কর্ড বা স্নায়ু রজ্জু আটকে থাকা
Click to Chat
Scroll to Top