ময়াময়া (Moyamoya) রোগের চিকিৎসা পদ্ধতি কি?

  • চিকিৎসা কিভাবে করা হয়?
    • ঔষধের মাধ্যমে
    • অপারেশনের মাধ্যমে 
  • চিকিৎসা না করালে কি হতে পারে?
    • সাধারণত ময়াময়া রোগে স্ট্রোকের কারনে বাচ্চার বিভিন্ন উপসর্গ তৈরি হয় এই রোগের ফলে বাচ্চার খিঁচুনিও হয়
    • স্ট্রোক খিঁচুনির ফলে ব্রেনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়
    • অপারেশন না করালে বার বার স্ট্রোক খিঁচুনির ফলে ব্রেনের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়
    • ফলে শিশুর ব্রেনের বিকাশ বাধাগ্রস্ত হয় স্ট্রোকের ফলে স্থায়ীভাবে ব্রেনের রক্ত চলাচল না করা অংশ ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে ব্রেনের সেই অংশের কাজ করা বন্ধ হয়ে যায়
  • জরুরী চিকিৎসা করার সুবিধা কি?
    • চিকিৎসা  করালে বার বার স্ট্রোক খিঁচুনির ফলে ব্রেনের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় না
    • ফলে  শিশুর ব্রেনের বিকাশ ভাল হয়
  • কোন চিকিৎসা পদ্ধতি কাদের জন্য/ ময়াময় হলেই কি অপারেশন ?
    • না ময়াময় হলেই অপারেশন করতে হয়না। প্রথমেই বলেছি ময়াময়ার চিকিৎসা পদ্ধতি দুই ধরনের।এক- ঔষধ , দুই- অপারেশন কোন চিকিৎসা পদ্ধতি কাদের জন্য তা নির্ভর করে- Suzuki Staging of Moyamoyaa এর উপরSuzuki Staging of Moyamoya সাধারণত ০৬ তা গ্রেডে ভাগ করা হয়।সাধারণত গ্রেড -১ এর রোগীদের ঔষধের মাধ্যমে চিকিৎসা করা হয় গ্রেড ২- গ্রেড ৪ এর রোগীদের অপারেশনের মাধ্যমে চিকিৎসা করা হয়
    • গ্রেড গ্রেড এর রোগীদের চিকিৎসা করালেও ভাল ফল পাওয়া যায়না
  • কোন রোগীর অপারেশন করাবেন?
    • রোগী স্ট্রোক করলেও যদি রোগীর নিউরোলজিক অবস্থা ভাল  থাকে
    • স্ট্রোকের (infarction) ফলে যদি ব্রেনের <২সেমি ক্ষতি হয় বা রক্ত ক্ষরণের ফলে স্ট্রোক করলে যদি রক্ত শুকিয়ে যায়
    • গ্রেড ২- গ্রেড ৪ এর রোগীদের অপারেশনের মাধ্যমে চিকিৎসা করা হয়
  • কখন অপারেশন করাবেন?
    • সাধারণত স্ট্রোকের পর ০২ মাস অতিবাহিত হলে অপারেশন করা হয়
  • অপারেশনের মাধ্যমে কি করা হয়?
    • সাধারণত ব্রেনের যে অংশের রক্তনালী শুকিয়ে যায় , সেখানে চামড়া থেকে একটি রক্তনালী নিয়ে ব্রেনের ঐ অংশে রক্ত চলাচল নিশ্চিত করা হয়
Click to Chat
Scroll to Top