- কি?
- এটা শিশুদের জন্মগত রোগ। জন্মগতভাবে শিশুদের মেরুদণ্ডের কিছু অংশ তৈরি হয়না , ফলে সেই অংশ দিয়ে স্পাইনাল কর্ড বের হয়ে আসে মেরুদণ্ডের পিছনে ফোলা টিউমারের মধ্যে থাকে। এর ফলে বিভিন্ন উপসর্গ তৈরি হয়। এটা নিউরাল টিউব ডিফেক্ট । সাধারণত প্রাইমারী নিউরলেশন ফেইলরে এটা হয়।
- কেন হয়?
- ফলিক এসিডের অভাবে
- ফোলেট আন্টাগনিস্ট ঔষধে
- এমটিএইচএফআর জিন পলিমরফিজমে
- ভেলপ্রোইক ঔষধে
- গর্ভকালীন প্রথম তিন মাস গরম পানিতে গোসল করলে,জ্বর হলে
- মা কোকেইন সেবন করলে
- মায়ের ওজন অনেক বেশি হলে